জাহাজে চাকরি দেওয়ার কথা বলে ১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

জাহাজে চাকরি দেওয়ার কথা বলে ১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
সমুদ্রগামী জাহাজে চাকরি দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেওয়ায় অভিযোগ তুলে ভুক্তভোগীরা বৃহস্পতিবার বাগাতিপাড়া উপজেলা প্রেসক্লাবে আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেন

নাটোরের বাগাতিপাড়া উপজেলার চকতকিনগর গ্রামের ইমদাদুল হকের বিরুদ্ধে সমুদ্রগামী জাহাজে চাকরি দেওয়ার কথা বলে ১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার বিকেলে বাগাতিপাড়ায় সংবাদ সম্মেলন করে ছয় ভুক্তভোগী এই অভিযোগ করেন।

উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতারণার শিকার উপজেলার চকতকিনগর এলাকার মজিবুর রহমানের ছেলে মিজানুর রহমান, আনছার আলীর ছেলে ইমামুল ইসলাম, আবুল হোসেনের ছেলে মজিবর রহমান, চকগোয়াশ এলাকার ফরহাদ আলীর ছেলে অহিদুর রহমান, আরশেদ আলীর স্ত্রী শাহারা বেগম ও সোলইপাড়া এলাকার আহমেদ আলীর ছেলে আব্দুল আলী উপস্থিত ছিলেন।

ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পক্ষে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মিজানুর রহমান। তিনি বলেন, ‘ইমদাদুল হক সমুদ্রগামী জাহাজে চাকরি দেওয়ার কথা বলে আমার কাছ থেকে দুই বছর আগে তিন লাখ টাকা নেন। একইভাবে ইমামুল ইসলামের কাছ থেকে ৫ লাখ ৫০ হাজার, মজিবর রহমানের কাছ থেকে ১ লাখ ১৫ হাজার, অহিদুর রহমানের কাছ থেকে ৫০ হাজার, শাহারা বেগমের কাছ থেকে ৩ লাখ ও আবদুল আলীর কাছ থেকে ১ লাখ ২৫ হাজার টাকা নেন। কিন্তু আমাদের কাউকেই তিনি চাকরি দেননি। টাকা ফেরত চাইলেও তিনি টাকা ফেরত দিচ্ছেন না। এখন আমরা টাকা ফেরতের অপেক্ষায় আছি।’

জাহাজে চাকরি দেওয়ার কথা বলে ছয়জনের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন ইমদাদুল হক। তিনি বলেন, চাকরি দেওয়ার কথা বলে তিনি টাকা নেননি। অভিযোগকারীরা তাঁর আত্মীয় হওয়ার সুবাদে তিনি ব্যবসা করার জন্য কিছু টাকা নিয়েছেন। হিসাব করে তিনি টাকা ফেরত দিয়ে দেবেন।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘ইমদাদুলের বিরুদ্ধে অর্থ আত্মসাতের লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’