দক্ষিণ কোরিয়ার সিউলে অনুষ্ঠিত হলো বৃহত্তর বরিশাল কমিউনিটির পূর্ণাঙ্গ কার্যকরী সদস্যদের পরিচিতি সভা ও ভিসা সেমিনার।
দক্ষিণ কোরিয়া প্ৰতিনিদিঃ গত ১০ই মার্চ রবিবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বৃহত্তর বরিশাল বিভাগের কমিউনিটির পরিচিতি সভা ও ভিসা সেমিনার।
কমিউনিটির সাধারণ সম্পাদক ড. পলাশ রায়ের প্রানবন্ত সঞ্চালনায় সভার সভাপতিত্ব করেন জনাব হাবিল উদ্দিন ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়ার অত্যন্ত সুপরিচিত সমাজের সেবক মি: কিম হেসং। শুভেচ্ছা বক্তব্য রাখেন কমিউনিটির সভাপতি সৈয়দ কায় খসরু। ৯১ সদস্য বিশিষ্ট কমিটির সপথ বাক্য পাঠ করান জনাব সাইদুর রহমান মিঠু।
উক্ত আয়োজনে বক্তব্য রাখেন জনাব রফিকুল ইসলাম ভুট্টো, হিরন বাবু, আরশাদুল ইসলাম ভিকি, লুলু জামিলী, ডেভিড একরাম সহ সমাজের বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটির নেতৃবৃন্দ। সমাজের সর্বস্তরের নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রবাসে এক টুকরো বাংলাদেশে পরিনত হয়। এসময় নেতৃবৃন্দ প্রবাসে সবাইকে ঐক্যবদ্ধ থেকে দেশ প্রেমের জন্য উদ্বুদ্ধ করেন।