পুনরায় মসজিদ ও এতিমের জায়গা দখলে নেওয়ার চেষ্টা করছে ফরিদপুর জেলা সদরপুর উপজেলা কৃষি অফিসার বিধান রায়।
উজিরপুর প্রতিনিধি :: বরিশাল জেলার উজিপুর উপজেলার ওটরা ইউনিয়ন পশ্চিম কেশবকাঠী লোকাল গেট সংলগ্ন জামে মসজিদ কোবা এর জায়গা এবং সাথে থাকা আরো কিছু এতিমের জায়গা পুনরায় দখলে নেওয়ার চেষ্টা করছে ফরিদপুর জেলা সদরপুর উপজেলা কৃষি অফিসার বিধান রায়।
অভিযোগ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের পশ্চিম কেশবকাঠী গ্রামের মৃত: আমজেদ আলী মল্লিক এর ছোট ছেলে মাওলানা সোবাহান মল্লিক এর কাছে উক্ত সম্পত্তি ২০০৬ সালে পার্শ্ববর্তী বানারীপাড়া উপজেলার উত্তর বাওয়ালিয়া গ্রামের গৌরাঙ্গ চন্দ্র রায়ের কেশবকাঠী মৌজায় ভোগ দখলীয় এস.এ খতিয়ান নং ২৩৮,২৩৯, এস, এ দাগ নং ২৪৩, দুই একর ৬৮ শতাংশ জমি বিক্রি করে দেয় । উক্ত সম্পত্তির সাথে দাগ নং (২৪৪) এর খাস কৃত জমি ভাবত ৪৫ হাজার টাকা নিয়েছে । খাস জমি হওয়ার কারণে তখন তিনি দলিল করে দিতে পারেনি।
বিনিময়ে গৌরাঙ্গ চন্দ্র রায় ১৫০ টাকার স্টাম্প লিখিত দিয়েছেন এবং যখন টাকা নিয়েছিলেন তখন হাশেম মহুরীর মাধ্যমে সাদা কাগজে লিখিত দিয়েছিলেন এই খাস কৃত সম্পত্তির কোনো দাবি নাই এমন কি তার ছেলে ও মেয়েরা দাবি করলে আইন অনুযায়ী ব্যাবস্থা নেয়ার কথা লিখিত আছে । সে মোতাবেক তার বিরুদ্ধে ব্যাবস্তা নেওয়ার জন্য খুব শীঘ্রই মামলা সহ কৃষি মন্ত্রণালয় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লিখিত অভিযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।
উল্লেখ্য উক্ত সম্পত্তি ক্রয় করার পরে খাস কৃত সম্পত্তির জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর কাছ থেকে অনুমোদন নেওয়া হয়েছে ,যাহার কাগজ পত্র তার
বড় ভাই নূর মোহাম্মদ মল্লিক এর কাছে বিদ্যমান।
উল্লেখ্য গত বছর তার ছোট ভাই মাওলানা সোবাহান মল্লিক সৌদি আরবে হজ্জ্ব পালন শেষে মদিনায় যাওয়ার পথে গাড়ী দুর্ঘটনায় মারা যান। এর কিছুদিন পরে হঠাৎ গৌরাঙ্গ চন্দ্র রায়ের ছেলে ফরিদপুর জেলা সদরপুর উপজেলা কৃষি অফিসার বিধান রায় উক্ত সম্পত্তির মালিকানা দাবি করে । এমনকি নূর মোহাম্মদ মল্লিক ও তার ছেলেদেরকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিয়ে পুনরায় মসজিদ ও এতিমের জায়গা দখলে নেওয়ার চেষ্টা চালায়।
এরই ধারাবাহিকতায় বর্তমানে ফরিদপুর জেলা সদরপুর উপজেলা কৃষি অফিসার প্রভাবশালী বিধান রায় একদল ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে উক্ত জমি দখল করার পুনরায় চেষ্টা চালায় বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। এতে বাধা দিলে নূর মোহাম্মদ মল্লিক ও তার ছেলেদেরকে বিভিন্ন ভয়ভীতি ও মামলায় জড়ানোর হুমকি দেয়।
এ ছাড়াও ফরিদপুর জেলা সদরপুর উপজেলা কৃষি অফিসার বিধান রায় তার কয়েক সহযোগী সাথে নিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে ,তিনি বিসিএস কৃষি ক্যাডারের ২৯ ব্যাচের সদস্য হওয়ার পরে তার নিজ এলাকার বিভিন্ন জনের জমি দখল সহ বিভিন্ন জনের নামে মামলা হামলা সহ অনেক ধরণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে যারা তার সহযোগী হিসাবে কাজ করে তারা হলো, বুদ্ধদেব রায় ছেলে অমল রায় ও অনান্য লোকদের সাথে নিয়ে বিভিন্ন মহলে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করছে ।
এ ব্যাপারে ধর্মপ্রান মুসল্লিগণ সহ এলাকাবাসী কৃষি অফিসার বিধান রায় এর বিরুদ্ধে বিভাগীয় ব্যাবস্তা নেওয়ার জন্য কৃষি মন্ত্রণালয় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও প্রশাসনের উচ্চ পর্যায়ের সুদৃষ্টি কামনা করছে ভুক্তভোগী পরিবার।