বরিশাল কমিউনিটির ইন সাউথ কোরিয়ার আয়োজনে, একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে আলোচনা সভা।

বরিশাল কমিউনিটির  ইন সাউথ কোরিয়ার আয়োজনে, একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে আলোচনা সভা।

দক্ষিণ কোরিয়া প্ৰতিনিদিঃ বরিশাল কমিউনিটির  ইন সাউথ কোরিয়ার আয়োজনে, একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে আলোচনা সভা।

দক্ষিণ কোরিয়ার গিংগিদো খোংজু শহরের সুমন সেন্টারে যথাযোগ্য মর্যাদা ওভাবগাম্ভীর্য সহকারে বরিশাল কমিউনিটি ইন সাউথ কোরিয়া কর্তৃক মহান একুশে ফেব্রুয়ারি ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। পূর্ণ মর্যাদায় দিবসটি পালনের জন্য আলোচনা সভার  আয়োজন করে বরিশাল কমিউনিটি ইন সাউথ কোরিয়া। রবিবার দক্ষিণ কোরিয়ার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বাংলাদেশী প্রবাসীদের কথা চিন্তা করে, আলোচনা সভাটি রবিবার সুমন সেন্টারে আয়োজন করে বরিশাল কমিউনিটি ইন সাউথ কোরিয়া।

অনুষ্ঠানের শুরুতে  ছিল পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ এবং সম্মিলিত কন্ঠে জাতীয় সংগীত। এরপরেই ভাষা শহীদ দের  স্মরণে সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরাবতা পালনের মাধ্যমে আলোচনা অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুরু করা হয়।
আলোচনা সভায় বক্তাগণ ২১ শে ফেব্রুয়ারি, ভাষা আন্দোলনের আদ্যপান্ত, আন্তর্জাতিক মাতৃ ভাষার স্বীকৃতির ইতিহাস।
এছাড়াও বক্তাগন প্রবাসীদের নানা রকমের দিক নির্দেশনা সহ গভীর দেশ প্রেমের জন্য উদ্বুদ্ধ করে তাৎপর্যপূর্ণ বক্তব্য প্রদান করেন। 
এ সময় বক্তব্য রাখেন বরিশাল কমিউনিটির সেক্রেটারি অত্যন্ত মার্জিত  ও বিচক্ষন সমাজসেবক ড. পলাশ রায় ও সভাপতি বিশিষ্ট লেখক ও ব্যবসায়ী প্রবাসীদের সুপরিচিত জনাব সৈয়দ কায় খসরু সহ বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী ও সজ্জন ব্যক্তিত্ব জনাব সাইদুর রহমান মিঠু।


উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন দক্ষিণ কোরিয়ার অত্যন্ত সুপরিচিত, সফল ব্যবসায়ী ও সংগঠক জনাব হাবিল উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুমন সেন্টারের সন্মানীত এম ডি মি: চয় ইয়ং হি। 
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়ার অত্যন্ত পরিচিত মুখ, বিশিষ্ট সমাজসেবক ও ব্যাবসায়ী জনাব রফিকুল ইসলাম ভুট্টো।
আলোচনা সভায় উঠে  আসে ভাষা শহীদদের ত্যাগের মহীমা থেকে স্বাধীন বাংলাদেশের ঐতিহাসিক ঘটনার ইতিহাস।
সেই সাথে আয়োজক কমিটির সদস্য ও উপস্থিত আমন্ত্রিত ব্যাক্তি বর্গের মধ্যে থেকে কয়েকজন নিজ নিজ প্রতিভা অনুযায়ী পরিবেশন  করেন গান, স্বরচিত কবিতা, ইত্যাদি যা উপস্থিত প্রবাসীদের মধ্যে আনন্দ দান সহ দেশ প্রেমকে আরো শক্তিশালী করেছে।


উপস্থিত প্রবাসীগন জানান যেন কোরিয়াতে এই ধরণের জাতীয় দিবসের আয়োজন গুলো নিয়মিত ভাবে করা হয়।
পরিশেষে আমন্ত্রিত অতিথিবৃন্দকে ঐতিহ্যবাহী বাংলাদেশী খাবার পরিবেশন করে সবার সুস্থ্য, সুন্দর, ও সমৃদ্ধশালী জীবনের কামনা আলোচনা সভার সফল সমাপ্তি করা হয়।