মঞ্চে ফিরল ‘৪.৪৮ মন্ত্রাস’

প্রায় দুই বছর পর আবারও মঞ্চে এল নির্দেশক সৈয়দ জামিল আহমেদের আলোচিত নাটক ‘৪.৪৮ মন্ত্রাস’। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটি প্রদর্শিত হয়েছে।
নাট্যদল স্পর্ধা: ইনডিপেনডেন্ট থিয়েটার কালেকটিভ জানিয়েছে, আজ শুক্রবার ও কাল শনিবার প্রতিদিন বিকেল চারটা ও সন্ধ্যা সাতটায়; ৮ থেকে ১২ জানুয়ারি প্রতিদিন সন্ধ্যা সাতটায় ও ১৩ জানুয়ারি বিকেল চারটা ও সন্ধ্যা সাতটায় এ নাটকের মঞ্চায়ন হবে।
ব্রিটিশ নাট্যকার সারাহ কেইনের লেখা এ নাটকে বিষণ্নতায় আক্রান্ত এক তরুণ শিল্পীর গল্প উঠে এসেছে; যিনি সমাজের খুন, ধর্ষণ, যৌন নিপীড়ন ও ধর্মীয় অসহিষ্ণুতার মতো সহিংসতার সাক্ষী। নাটকটি অনুবাদ করেছেন শাহমান মৈশান ও শরীফ সিরাজ।
২০২০ সালের মার্চে নাটকের কাজ শুরু করেন নির্দেশক জামিল আহমেদ, মাঝে করোনার হানায় কাজ খানিকটা থমকে গেলেও অনলাইনে সচল ছিল তাঁর নাট্যদল। বছরের শেষ ভাগে করোনার প্রকোপ কমলে ডিসেম্বরে ‘৪.৪৮ মন্ত্রাস’ নাটকের ১৭টি প্রদর্শনী হয়। বিধিনিষেধের কারণে অর্ধেক আসন খালি রাখায় অনেক দর্শক আগ্রহ থাকলেও নাটকটি দেখতে পারেননি। তাঁদের কথা বিবেচনায় রেখে নাটকটি মঞ্চে এনেছে স্পর্ধা: ইনডিপেনডেন্ট থিয়েটার কালেকটিভ।
এরপর নাটকটি আর মঞ্চে না-ও আসতে পারে বলে জানান নির্দেশক। সামনে নতুন নাটক নিয়ে কাজ করবে তাঁর নাট্যদল। এ কারণে আগ্রহী দর্শকদের জন্য ৪.৪৮ মন্ত্রাস দেখার এটিই শেষ সুযোগ। টিকিটের মূল্য ধরা হয়েছে সাধারণ দর্শকের জন্য ৫০০ ও ১০০০ টাকা এবং থিয়েটার কর্মী ও শিক্ষার্থীদের জন্য ৩০০ টাকা।