স্ত্রীর হাতে মার খেয়ে থানায় জিডি আরজে কিবরিয়ার!

স্ত্রীর হাতে মার খেয়ে থানায় জিডি আরজে কিবরিয়ার!

জনপ্রিয় রেডিও জোকি (আরজে) কিবরিয়া সম্প্রতি কক্সবাজারে ঘুরতে গিয়ে স্ত্রীর হাতে মার খেয়েছেন বলে অভিযোগ উঠেছে। এর প্রেক্ষিতে অভিযোগ জানিয়ে স্ত্রী রাফিয়া লোরার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেলে কক্সবাজার মডেল থানায় মারধরের জিডি করেন কিবরিয়া।

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম গণমাধ্যমে বলেন, ‘কক্সবাজার পর্যটন এলাকার হোটেল সাইমনের ১০২ নম্বর কক্ষে স্ত্রী-সন্তানদের নিয়ে ওঠেন আরজে কিবরিয়া। কোনো একটা কারণে রাফিয়া লোরা সন্তানকে মারধর করেন। তখন কিবরিয়া বাধা দিতে গেলে তাকেও মারধর করেন স্ত্রী। পরে ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সহযোগিতা চাওয়া হয়।’

ওসি আরও জানান, ‘খবর পেয়ে তাকে উদ্ধার করে পুলিশ। পরে কিবরিয়া বাদী হয়ে স্ত্রী রাফিয়া লোরার বিরুদ্ধে থানায় একটি জিডি করেছেন।’

দীর্ঘদিন ধরে আরজে কিবরিয়া ও রাফিয়া লোরার মধ্যে পারিবারিক কলহ চলছে। এর জের ধরেই এমন ঘটনা ঘটেছে বলে ধারণা পুলিশের।