স্বাদিনবাংলা অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড, সকলকে সতর্ক হবার আহ্বান

স্বাদিনবাংলা অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড, সকলকে সতর্ক হবার আহ্বান
স্বাদিনবাংলা অফিসিয়াল ফেসবুক পেজ সামাজিক যোগাযোগমাধ্যম ‘SadinBanglaofficial’ নামের ভেরিফায়েড ফেসবুক পেজটি হ্যাক হয়েছে।
সোমবার (১০ জুন ) রাত ৮ টার দিকে পেজটি হ্যাক হয় ।
এ প্রসঙ্গে স্বাদিনবাংলা কর্তৃপক্ষ বলেন, ফেসবুকে ‘SadinBanglaofficial’ নামে ভেরিফায়েড পেজটি হ্যাক হয়েছে। একটি কুচক্রি মহল পেজটি হ্যাক করেছে বলে ধারণা করা হচ্ছে। হ্যাকাররা পেজটির নিয়ন্ত্রণ নিয়ে গেছে। সম্ভবত সোমবার (১০ জুন ) রাত ৮টার কিছুক্ষণ পর হ্যাক হয়েছে পেজটি।
ফেসবুকে ১১ হাজারের বেশি ভক্ত-শুভাকাঙ্ক্ষী অনুসরণ করেন। স্বাদিনবাংলা অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে শুভাকাঙ্ক্ষীদের জন্য নিয়মিত সংবাদ বিভিন্ন তথ্য ও খবর দিয়ে থাকেন স্বাদিনবাংলা কর্তৃপক্ষ। পাশাপাশি নিয়মিত নতুন নতুন খবর প্রকাশ করেন।
এদিকে হঠাৎ করে ফেসবুক পেজটি হ্যাক হওয়ায় এ থেকে শুভাকাঙ্ক্ষীরা স্বাদিনবাংলা অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বিভ্রান্তিকর কোনো পোস্ট পেতে পারেন বলে ধারণা করছেন স্বাদিনবাংলা কর্তৃপক্ষ।
এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্বাদিনবাংলা কর্তৃপক্ষ, সব শুভাকাঙ্ক্ষীদের বলেন, এই পেজ থেকে কোনো ধরনের বাজে বা খারাপ কিছু পোস্ট করা হলে কিংবা কাউকে মেসেজ করা হলে তারা যেন বিভ্রান্ত না হন, তারা যেন বিশ্বাস না করেন।
স্বাদিনবাংলা কর্তৃপক্ষ এটি উদ্ধারের জন্য যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে ।