স্বরাষ্ট্রের কাজের মধ্যে যুক্ত হলো এনআইডি সেবা

স্বরাষ্ট্রের কাজের মধ্যে যুক্ত হলো এনআইডি সেবা
স্বরাষ্ট্রের কাজের মধ্যে যুক্ত হলো এনআইডি সেবা

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের কাজের মধ্যে যুক্ত হলো জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম। এজন্য ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এ সংশোধন আনা হয়েছে।

রুলস অব বিজনেসের মন্ত্রণালয় ও বিভাগের কার্যাবলী অংশে (সিডিউল-২) নতুন একটি কার্যক্রম যুক্ত করে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

সেখানে বলা হয়েছে, বাংলাদেশের নাগরিকের পরিচয় নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্ড তৈরি ও প্রদান, জাতীয় পরিচয় নিবন্ধন আইন ২০২৩ এবং এরসঙ্গে সম্পর্কিত অন্যান্য কার্যাবলী সুরক্ষা সেবা বিভাগের আওতায় পরিচালিত হওয়ার বিষয়গুলো যুক্ত করা হয়েছে।

জাতীয় পরিচয় নিবন্ধন আইন যে তারিখে কার্যকর হবে ওই তারিখ থেকে রুলস অব বিজনেস সংশোধনের এ প্রজ্ঞাপন কার্যকর হবে।

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নির্বাচন কমিশনের (ইসি) কাছ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হস্তান্তরে ‌জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন, ২০২৩ গত ১৮ সেপ্টেম্বর চূড়ান্ত হয়।

নীতিগত অনুমোদনের এক বছর পর গত ১২ জুন আইনটি মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন পায়। এরপর ১৩ সেপ্টেম্বর জাতীয় সংসদে পাস হওয়ার পর ১৮ সেপ্টেম্বর আইনের গেজেট প্রকাশ হয়।