বানারীপাড়ায় শেরে বাংলার দৌহিত্র রাজুর শোক দিবসের ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ

বানারীপাড়ায় শেরে বাংলার দৌহিত্র রাজুর শোক দিবসের ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ
শোক দিবসের ব্যানার ছিঁড়ে ফেলা হয়

বরিশালের বানারীপাড়ায় শেরে বাংলা এ কে ফজলুল হকের দৌহিত্র একে ফাইয়াজুল হক রাজুর জাতীয় শোক দিবসের ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার শহীদ পরিবারের সদস্যের ছবিসহ শ্রদ্ধাঞ্জলির ৯০টি বড় সাইজের ব্যানার বানারীপাড়া ও উজিরপুরে লাগানো হয়। সেই ব্যানারগুলো ছিঁড়ে ও ভেঙে ফেলে প্রতিপক্ষের কর্মীরা। 

এ সম্পর্কে ফাইয়াজুল হক রাজুর ব্যক্তিগত সহকারী এনাম আহমেদ বলেন, ‘আমরা ১২ আগস্ট থেকে ব্যানার লাগানো শুরু করি। ১৪ আগস্ট বানারীপাড়ার রায়হাট ও শিমুলতলা নামক স্থানে আমাদের দু’টি ফ্রেমসহ ব্যানার রাতে ছিঁড়ে ও ভেঙে ফেলে। তারপর আবার আমরা ওই জায়গায় ব্যানার লাগিয়েছি।’ 

Untitled-1

এ ব্যাপারে শেরে বাংলার দৌহিত্র একে ফাইয়াজুল হক রাজু বলেন, ‘১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে। এটা অতি জঘন্য ও ঘৃণিত কাজ। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। শিগগিরই আমি প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেবো।’ 

185a0c1b-1471-4d03-b0ec-b84136e0e386

বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ এস এম মাসুদুল আলম চৌধূরী বলেন, ‘এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’