বরিশাল কমিউনিটি ইন সাউথ কোরিয়া’র নতুন কমিটি ঘোষণা

বরিশাল কমিউনিটি ইন সাউথ কোরিয়া’র নতুন কমিটি ঘোষণা
প্রবাসী বাংলাদেশিদের সামাজিক সংগঠন বরিশাল কমিউনিটি ইন সাউথ কোরিয়া’র নতুন কমিটি।

দক্ষিণ কোরিয়ায় বরিশাল বিভাগের প্রবাসী বাংলাদেশিদের সামাজিক সংগঠন ‘বরিশাল কমিউনিটি ইন সাউথ কোরিয়া’র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সৈয়দ কায় খসরু আর সাধারণ সম্পাদক ড. পলাশ রয়।

রোববার (১০ই সেপ্টেম্বর) সংগঠনটির নির্বাহী কমিটির সদস্যেদের নিয়ে নতুন গঠন করা হয়। দক্ষিণ কোরিয়ার খোংজু সিটির এক অডিটোরিয়ামে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নতুন কমিটি গঠন উপলক্ষ্যে নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশন গঠন করা হয় এবং সকল সদস্যদের মতামতের ভিত্তিতে সৈয়দ কায় খসরু সভাপতি আর ড. পলাশ রয় সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। 
 
নির্বাচনী অনুষ্ঠানে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী ও বাংলাদেশ কমিউনিটির সাবেক সভাপতি হাবিল উদ্দিন।
নবনির্বাচিত সভাপতি সৈয়দ কায় খসরু সময় সংবাদকে বলেন, ‘কোরিয়াতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি প্রবাসীদের সঙ্গে নিয়ে সময়োপযোগী ও কল্যাণকর কর্মসূচি বাস্তবায়ন করাই আমাদের লক্ষ্য। আমরা আশা করছি অতি শীঘ্রই ৪৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করব।’
 
সাধারণ সম্পাদক ড. পলাশ রয় সময় সংবাদকে বলেন, ‘বরিশাল কমিউনিটির কার্যক্রম নতুন ভাবে শুরু করেছে আর তাই বাংলাদেশ দূতাবাস সহ সকল প্রবাসী বন্ধুদের থেকে সুন্দর পরামর্শ ও সহযোগিতা কামনা করছি। আমি আশা করছি, সবাই মিলে এক সঙ্গে প্রবাসীদের জন্য অনেক ভাল ভাল কাজ করতে পারব।’
কোরিয়ায় নতুন এই কমিটি প্রবাসীদের জন্য নিরলসভাবে কাজ করে যাবেন এমনটাই প্রত্যাশা করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।