উজিরপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক-শিক্ষিকা হলেন- নাজমুল হক ও মাহমুদা খানম।
উজিরপুর প্রতিনিধি ঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার জাতীয় শিক্ষক পদক ২০২৪ এ উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন বামরাই ইউনিয়নের হস্তিশুন্ড এম,ই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাজমুল হক। শ্রেষ্ঠ মহিলা প্রধান শিক্ষিকা নির্বাচিত হলেন পঞ্চগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাম্মৎ মাহমুদা খানম।শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান পদক লাভ করেন গাজিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মশিউর রহমান। শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হলেন আটক দামোদরকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ খলিলুর রহমান।
শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হলেন নারিকেলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোসাম্মৎ রাজিয়া খাতুন। শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হলেন উজিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক মোঃ মাহফুজুর রহমান। উল্লেখ্য ৩ সেপ্টেম্বর সকাল ১০ টায় উজিরপুর উপজেলা সভাকক্ষে , উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে শ্রেষ্ঠ শিক্ষক যাচাই-বাছাই ও সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠানের সকল দিক বিবেচনা পূর্বক এ পদক প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ তদন্ত মোঃ তৌহিদুজ্জামান সোহাগ।