তারেক রহমান খালাস পাওয়ায় বরিশাল মহানগর বিএনপির আনন্দ মিছিল

তারেক রহমান খালাস পাওয়ায় বরিশাল মহানগর বিএনপির আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক ::: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় খালাস দেওয়ায় বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক ও যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরীন নেতৃত্বে শহরে আনন্দ মিছিল বের করা হয়। বিএনপি ও অঙ্গ সংগঠনের দুই শতাধিক নেতাকর্মী এতে অংশ নেন।

রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যার পর আমনতগঞ্জ থেকে শুরু হয়ে সদর রোডস্থ দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

মিছিলে আরও উপস্থিত ছিলেন- বরিশোল মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মশিউর রহমান মঞ্জু , মহানগর ছাত্রদলের রেজাউল করিম রনিসহ আরো অনেকে।