(ইসো) কর্তৃক আয়োজন করতে যাচ্ছে "রেমিটেন্স সপ্তাহ"

(ইসো) কর্তৃক আয়োজন করতে যাচ্ছে "রেমিটেন্স সপ্তাহ"
ইপিএস স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার অর্গানাইজেশন (ইসো)

আমাদের সমস্যা আমাদেরকেই সমাধান করতে হবে। এই শ্লোগানকে সামনে রেখে 
অর্থনৈতিক সমৃদ্ধশালী ভবিষ্যত বাংলাদেশ বিনির্মাণে রেমিটেন্স এর বিকল্প নেই।


বাংলাদেশের উন্নয়নে অন্যতম বড় অবদান প্রবাসীদের রেমিটেন্স। আর প্রবাসীদের এই রেমিটেন্স বৈধভাবে দেশ এবং পরিবারের মানুষের কাছে পৌঁছে যাক এটাই আমাদের একমাত্র লক্ষ্য। 
 তাই, ইপিএস স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার অর্গানাইজেশন (ইসো) কর্তৃক আয়োজন করতে যাচ্ছে "রেমিটেন্স সপ্তাহ"।
রেমিটেন্স সপ্তাহ কি?
আমরা প্রতি মাসের শেষ সপ্তাহ রেমিটেন্স সপ্তাহ হিসেবে পালন করতে চাই। 
যে সকল প্রবাসী জানুয়ারি  মাসে বাংলাদেশে বৈধ উপায়ে রেমিটেন্স পাঠাবে তারা জানুয়ারির ২৪ তারিখ থেকে ৩১ তারিখ পর্যন্ত আমাদের নির্ধারিত গুগল ডক্সের মাধ্যমে আবেদন করে পুরুস্কার বিজয়ী হতে পারবেন। আবেদনকারির মধ্য থেকে আমরা তিনজনকে পুরুস্কার বিজয়ী ঘোষণা করবো এবং এটি প্রতি মাসে চালু থাকবে ইন-শা-আল্লাহ্।
 আবেদনের পদ্ধতি : নাম এবং মোবাইল নম্বর দিয়ে আবেদন করতে পারবে। 
এক ব্যাক্তি একাধিক বার আবেদন করতে পারবে। যেমন- ক' ৫ বার বাংলাদেশে রেমিটেন্স পাঠিয়েছে ক' ৫ বার আবেদন করতে পারবে।
তবে ভুল তথ্য দিলে তাকে পুরুস্কার বিজয়ী ঘোষণা করা হবেনা।
কেন এই আয়োজন?
রেমিটেন্স এর গতি বৃদ্ধি পাক বাংলাদেশে, এটাই আমাদের চাওয়া।
বাংলাদেশ আমার ,আমাদের। বাংলাদেশ আমার গর্ব,আমাদের অহংকার। রেমিটেন্স হোক বাংলার একমাত্র সোনালি বীজ। 
যে বীজ বপন করে সমৃদ্ধশালী হবে আমার দেশ/আমাদের দেশ।
আবেদন  করুণ এখানে । গুগল লিংক 

https://forms.gle/RUdc9j4cgbb5DbhV8