বরিশাল কমিউনিটি ইন সাউথ কোরিয়ার উদ্যোগে এতিম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বরিশাল কমিউনিটি ইন সাউথ কোরিয়ার উদ্যোগে এতিম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

উজিরপুর বানারীপাড়া প্রতিনিধিঃ বরিশাল ২৭ রমজান (শুক্রবার): দক্ষিণ কোরিয়ায় অবস্থিত বরিশাল কমিউনিটির উদ্যোগে বরিশালের উজিরপুর ও বানারীপাড়া উপজেলার এতিম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এতিমদের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে সংগঠনটির এই মানবিক উদ্যোগ স্থানীয়দের কাছে প্রশংসা অর্জন করেছে।  

এর আগে ১২ রমজান সংগঠনটি এতিম শিশুদের নিয়ে ইফতার মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। এতিমদের সাহায্যার্থে নানা কর্মসূচির মাধ্যমে সামাজিক দায়বদ্ধতার পরিচয় দিয়েছে বরিশাল কমিউনিটি ইন সাউথ কোরিয়া। সংগঠনটির উপদেষ্টা সাইদুর রহমান মিঠু বলেন, "এতিম শিশুদের সহায়তা করা আমাদের নৈতিক দায়িত্ব। এমন উদ্যোগ সমাজে তাদের প্রতি মমত্ববোধ ও সচেতনতা বৃদ্ধি করবে।"  

ঈদ সামগ্রী বিতরণে সহযোগিতা করে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন আশার আলো ফাউন্ডেশন*। অনুষ্ঠানে ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মো. রাশেদুল হাসান মহাসিন বলেন, *"বরিশাল কমিউনিটির এই প্রচেষ্টা প্রশংসনীয়। সমাজের অন্যান্য সংগঠন ও বিত্তবানদেরও এগিয়ে আসা উচিত।"  

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ নায়িম মৃধা। বিশেষ অতিথি হিসেবে বাইশারি কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান শাহাদাৎ বলেন, "সবাই যদি এতিমদের পাশে দাঁড়ায়, তাহলে সমাজ থেকে দুঃখ-দুর্দশা দূর হবে।" এ সময় আশার আলো ফাউন্ডেশনের উপদেষ্টা মো. আজিজুল মৃধা, ইন. মো. জালিস মাহমুদ, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, মিরাজ মৃধা, আমিরুল ইসলাম ছায়িম ও মাসুম সাহেবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে আশার আলো ফাউন্ডেশনের সভাপতি মো. নিয়াজ মাহমুদ তুহিন বরিশাল কমিউনিটিকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে এমন মানবিক কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।  

এই উদ্যোগের মাধ্যমে ঈদের আগে এতিম শিশুদের মুখে হাসি ফুটেছে এবং সমাজে সহমর্মিতার বন্ধন আরও শক্তিশালী হয়েছে বলে উপস্থিতরা মত প্রকাশ করেন।