কোরিয়া বাংলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

কোরিয়া বাংলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

কোরিয়া প্ৰতিনিদিঃ পবিত্র রমজান মাসের প্রথম দিনে কোরিয়া বাংলা প্রেসক্লাবের আয়োজনে  ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। রোববার, ২ মার্চ, কোরিয়ার বিয়ংজমের আশিয়ান সেন্টারের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কোরিয়ায় বসবাসরত বাংলাদেশি সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের নিয়ে এই আয়োজনটি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কোরিয়া বাংলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হানিফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হানিয়াং বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোরিয়ায় অবস্থিত বিভিন্ন বাংলাদেশি সংবাদমাধ্যমের প্রতিনিধিবৃন্দ। 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে ইফতার মাহফিলের সূচনা করা হয়। এরপর প্রধান অতিথি ড. মনোয়ার হোসেন তার বক্তব্যে গণমাধ্যমের ভূমিকা ও সাংবাদিকদের দায়িত্বশীলতার ওপর আলোকপাত করেন। তিনি বলেন, "গণমাধ্যম একটি দেশ ও সমাজের উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোরিয়ায় অবস্থানরত বাংলাদেশি সাংবাদিকরা তাদের নিরলস প্রচেষ্টায় প্রবাসী বাংলাদেশিদের সমস্যা ও সম্ভাবনাগুলো তুলে ধরছেন, যা সত্যিই প্রশংসনীয়।" তিনি আরও যোগ করেন, "দেশীয় সংবাদমাধ্যমের পাশাপাশি কোরিয়ার স্থানীয় গণমাধ্যমেও বাংলাদেশি সাংবাদিকদের সম্পৃক্ততা বাড়লে তা আরও ইতিবাচক ফল বয়ে আনবে।"

অনুষ্ঠানে কোরিয়া বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ সঞ্চালকের দায়িত্ব পালন করেন। তিনি ক্লাবের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। এছাড়াও, উপস্থিত সাংবাদিকরা তাদের অভিজ্ঞতা ও মতামত শেয়ার করেন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংবাদ প্রতিদিনের প্রতিনিধি সালেহ আহমেদ, চ্যানেল টোয়েন্টিফোরের মাহমুদুল হাসান ইজাজ, বাংলাভিশনের আল আমিন মৃধা, মীর সজল, ফারুক হোসাইন, ইঞ্জিনিয়ার এম মনির হোসেন, যায়েদ হোসেন, আবির হোসাইন প্রমুখ। 

আলোচনা শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন যায়েদ হোসেন। তিনি সকলের সুস্বাস্থ্য, দেশ ও জাতির উন্নতি এবং বিশ্বের শান্তি কামনা করে মোনাজাত করেন। 

ইফতার মাহফিলে অংশগ্রহণকারী সবাই একসঙ্গে ইফতার করেন এবং রমজানের পবিত্রতা ও ভ্রাতৃত্ববোধকে আরও গভীরভাবে অনুভব করেন। এই আয়োজনটি কোরিয়ায় বসবাসরত বাংলাদেশি সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি ও সংহতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। 

কোরিয়া বাংলা প্রেসক্লাবের এই উদ্যোগকে সবাই সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতে এমন আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেছেন।