চকমান মাদ্রাসা ফাউন্ডেশনের ৯-১১ ব্যাচের উদ্যোগে গরিব-অসহায় দুঃস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
উজিরপুর প্রতিনিধি: চকমান মাদ্রাসা ফাউন্ডেশনের ৯-১১ ব্যাচের উদ্যোগে গরিব-অসহায় দুঃস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
পবিত্র মাহে রমজানকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও গরিব-অসহায় দুঃস্থ ও পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বরিশালের উজিরপুর উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন চকমান মাদ্রাসা ফাউন্ডেশন-০৯-২০১১ব্যাচ (সিএমএফ)।
আজ শনিবার বরিশালের উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের চকমান, মশাং, সোনার বেগুন ও হাবিবপুর গ্রামের একাধিক গরিব-অসহায় দুঃস্থ ও পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে।
এসময় সংগঠনের সদস্যরা জানান,পবিত্র মাহে রমজানে কোন গরিব-অসহায় দুঃস্থ পরিবার যেন ইফতার থেকে বঞ্চিত না হয় তাদের কিছুটা হলে ও কষ্ট লাগব হয় তারাই অংশ হিসাবে তাদের এই ক্ষুদ্র আয়োজন।
চকমান মাদ্রাসা ফাউন্ডেশনের-০৯-১১ ব্যাচের উদ্যোগে এই সংগঠনটি প্রতি বছরই এমন আয়োজন করে থাকে।
ইফতার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাধারণ সম্পাদক সামসুল হক মোল্লা ,সহ সভাপতি আব্দুল মান্নান (সুমন),সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম, অর্থ সম্পাদক আব্দুল্লাহ নোমান, সহ অর্থ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস, শিক্ষা ও সমাজসেবা প্রচার সম্পাদক আল আমিন প্রমুখ সহ অন্যান্য সদস্যরা।
অপরদিকে সংগঠনের সভাপতি মোহাম্মদ জালিস মাহমুদ বলেন সমাজের সকল বিত্তবান ও প্রবাসী ভাইদেরকে সাহায্যে ও সহযোগিতার আহব্বান জানিয়েছেন,সমাজের যে কোন উন্নয়ন ও সেবামূলক কাজে ধারাবাহিক কার্যক্রম চলমান থাকবে। এ ব্যাপারে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।