তারুণ্যের উৎসব ২০২৫: উজিরপুরে অনুষ্ঠিত হলো ৯৫তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

তারুণ্যের উৎসব ২০২৫: উজিরপুরে অনুষ্ঠিত হলো ৯৫তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

উজিরপুর প্রতিনিধি: হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের তারুণ্য ও প্রতিভার আসর হিসেবে পরিচিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ৯৫ তম আসর ২০২৫ সালে এক বিশেষ উৎসবের মাধ্যমে পালিত হয়েছে। এই অনুষ্ঠানটি ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে মঙ্গলবার দিন বিদ্যালয় ময়দানে অনুষ্ঠিত হয়। 

হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আলী সুজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব এ বি এম জাহিদ হোসেন এবং উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আবদুস সালাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি জনাব মাকসুদুল হাসান।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে সভাপতি জনাব মাকসুদুল হাসান তারুণ্যের শক্তিকে দেশ গঠনের মূল চালিকাশক্তি হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, "ক্রীড়া ও সংস্কৃতি চর্চার মাধ্যমে তরুণরা যেমন শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকে, তেমনি তাদের মধ্যে নেতৃত্বের গুণাবলিও বিকশিত হয়।"

প্রধান অতিথি জনাব মোঃ আলী সুজা তার বক্তব্যে তরুণদের উদ্দেশ্যে বলেন, "তোমাদের মেধা, শ্রম ও সৃজনশীলতাই এই দেশকে এগিয়ে নিয়ে যাবে। ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে তোমরা নিজেদেরকে সমৃদ্ধ করো এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখো।" তিনি আরও যোগ করেন, "উজিরপুরের তরুণরা প্রতিবছর এই আয়োজনের মাধ্যমে তাদের প্রতিভার স্বাক্ষর রাখছে, যা অত্যন্ত গর্বের।"

বিশেষ অতিথি জনাব এ বি এম জাহিদ হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "শিক্ষা ও সংস্কৃতি একে অপরের পরিপূরক। ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে তোমরা জীবনের প্রকৃত শিক্ষা অর্জন করবে।" তিনি এই আয়োজনের জন্য হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা ক্রীড়া প্রতিযোগিতা, নাচ, গান, আবৃত্তি ও নাটকের মাধ্যমে তাদের প্রতিভা প্রদর্শন করে। ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও, সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সৃজনশীলতা দর্শকদের মুগ্ধ করে।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আবদুস সালাম অনুষ্ঠানের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় তার দলের ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি বলেন, "তরুণদের এমন আয়োজনে অংশগ্রহণ তাদেরকে সামাজিক দায়িত্ববোধ ও শৃঙ্খলাবোধ শেখায়।"

অনুষ্ঠানের শেষে সাংস্কৃতিক পর্বে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। এই আয়োজনে অংশ নিয়ে তরুণরা তাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরে।

উল্লেখ্য, উজিরপুরে তারুণ্যের উৎসব প্রতিবছরই ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়। এই আয়োজন তরুণদের মধ্যে সাংস্কৃতিক চেতনা ও ক্রীড়া মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।