বরিশাল জেলার উজিরপুর থানার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলদ, বনজ, ঔষধি ও সৌন্দর্য বর্ধক বৃক্ষরোপণ।

বরিশাল উজিরপুর শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ

বরিশাল জেলার উজিরপুর থানার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলদ, বনজ, ঔষধি ও সৌন্দর্য বর্ধক বৃক্ষরোপণ।

উজিরপুর প্ৰতিনিদিঃ বরিশাল জেলার উজিরপুর থানার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলদ, বনজ, ঔষধি ও সৌন্দর্য বর্ধক বৃক্ষরোপণ। 

“গাছ লাগান, পরিবেশ বাঁচান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে আলোকিত সমাজ ফাউন্ডেশন (ASF)। 

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর, ২০২৪) বরিশাল জেলার উজিরপুর থানার ওটরা ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে আলোকিত সমাজ ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মান্নান (সুমন) এর নের্তৃত্বে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। 

এসময় আব্দুল মান্নান (সুমন) বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা করতে বৃক্ষরোপণের বিকল্প নেই। গাছ আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন দেয় ও ক্ষতিকর কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে। দিন দিন অনাবৃষ্টি, খরা, প্রাকৃতিক দুর্যোগ আমাদের বায়ুমন্ডলকে উষ্ণ করে তুলছে। সেজন্য তীব্র দাবদাহ চলছে। এজন্য আলোকিত সমাজ ফাউন্ডেশনের শুভাকাঙ্ক্ষী প্যানেলের পরামর্শক্রমে উপদেষ্টা পরিষদ, কার্যনির্বাহী পরিষদ ও অন্যান্য সকল সদস্যের মতামতের ভিত্তিতে আলোকিত সমাজ ফাউন্ডেশনের পক্ষ থেকে বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছি।” 

এ সময় আরো উপস্থিত ছিলেন আলোকিত সমাজ ফাউন্ডেশন (ASF) সম্মানিত সহ সাধারণ সম্পাদক মোঃ নুর আলম, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মতিউর রহমান, দপ্তর সম্পাদক মোঃ মাসুম মল্লিক, সহ দপ্তর সম্পাদক মোঃ মারুফ মৃধা, সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সুজন,
সহ প্রচার সম্পাদক মোঃ সেলিম বেপারী, সম্মানিত শুভাকাঙ্খী প্যানেলের অন্যতম সদস্য মোঃ আনিসুর রহমান মৃধা, মোঃ ইমরান মৃধা, মোঃ রাসেল ফকির, মোঃ মাইনুল ইসলাম, মিঠুন হালদার, নিরব আব্দুল্লাহ, মো: শাওন সহ আরো অনেকে। 

এ সময় তারা সৈয়দ আজিজুল হক ডিগ্রী কলেজ, হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয়, হাবিবপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়, হাবিবপুর নূরাণী হাফিজিয়া মাদ্রাসা, কেশবকাঠি বালিকা দাখিল মাদ্রাসা, হাবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলদ, বনজ, ঔষধি ও সৌন্দর্য বর্ধক গাছের চারা রোপণ করেন। 

বৃক্ষরোপণ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ আজিজুল হক ডিগ্রী কলেজের সম্মানিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ রতন হালদার, হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মোঃ ফারুক হোসেন খান, হাবিবপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান, হাবিবপুর হাফিজী ও নূরানী মাদ্রাসা সম্মানিত পরিচালক মাওলানা মোঃ মোজাম্মেল হক, কেশবকাঠি বালিকা দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার মোঃ জাকির হোসেন এবং হাবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সম্মানিত প্রধান শিক্ষক বঙ্কিম চন্দ্র ঘোষ। এছাড়াও এসময় আলোকিত সমাজ ফাউন্ডেশন সংগঠনের সদস্যবৃন্দ, ওটরা  ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।