বরিশাল কমিউনিটি ইন সাউথ কোরিয়ার উদ্যোগে এতিমদের নিয়ে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান

বরিশাল প্রতিনিধিঃ বরিশাল, ১৩ মার্চ ২০২৪: পবিত্র রমজান মাসের বারো তারিখে বরিশাল কমিউনিটি ইন সাউথ কোরিয়ার উদ্যোগে এতিম ও হাফেজ শিশুদের নিয়ে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার বরিশালের মাধবপাশা এতিমখানায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতিম ও হাফেজ শিশুদের নিয়ে এই আয়োজনটি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও হৃদয়গ্রাহী।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বরিশাল কমিউনিটি ইন সাউথ কোরিয়ার উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী সাইদুর রহমান মিঠু। তিনি তার বক্তব্যে বলেন, "দেশের মাটিতে এতিম শিশুদের নিয়ে এমন আয়োজন করতে পেরে আমরা গভীর তৃপ্তি ও প্রশান্তি অনুভব করছি। সংগঠনটি দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বরিশালবাসীকে নিয়ে গঠিত হলেও দেশের মানুষের বিপদে-আপদে পাশে থাকাই আমাদের মূল লক্ষ্য।"
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেশচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও সমাজসেবক মো. মোস্তফা কামাল। তিনি তার বক্তব্যে বলেন, "বিদেশে অবস্থান করেও দেশের মানুষের কথা ভাবা এবং এতিম শিশুদের নিয়ে এমন উদ্যোগ নেওয়া সত্যিই প্রশংসনীয়। এটি আমাদের সকলের জন্য অনুপ্রেরণাদায়ক।"
এ বিষয়ে বরিশাল কমিউনিটি ইন সাউথ কোরিয়ার উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী হাবিল উদ্দিনের সাথে মুঠোফোনে কথা হয়। তিনি বলেন, "আমরা প্রবাসী হলেও দেশের সন্তান। দেশের মানুষের জন্য আমাদের অনেক কিছু করার আছে। এতিম শিশুদের নিয়ে এই আয়োজন তারই একটি অংশ।"
সংগঠনটির সভাপতি সৈয়দ কায় খশ্র জানান, "সংগঠনটির একাধিক পরিকল্পনা রয়েছে বরিশাল তথা দেশের উন্নয়ন নিয়ে। এর আগেও সিলেট, কুমিল্লা এবং উত্তরবঙ্গের বন্যায় আমরা দেশবাসীর পাশে দাঁড়িয়েছি। আমাদের মূল লক্ষ্য হলো ছিন্নমূল ও অসহায় মানুষদের পাশে থাকা।"
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ফিরোজ সাহেব, মো. আজাদ এবং পিন্টু সাহেব। তারা সকলেই এতিম শিশুদের পাশে দাঁড়ানোর জন্য সংগঠনের এই উদ্যোগকে সাধুবাদ জানান।
বরিশাল কমিউনিটি ইন সাউথ কোরিয়ার এই উদ্যোগকে এলাকাবাসী ব্যাপকভাবে সাধুবাদ জানিয়েছেন। তারা ভবিষ্যতে এমন মানবিক ও সামাজিক আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেছেন। এই আয়োজনটি স্থানীয় সমাজে এতিম ও অসহায় শিশুদের প্রতি সহমর্মিতা ও দায়িত্ববোধের বার্তা ছড়িয়ে দিয়েছে।